রণিকা বসু ( মাধুরী), বাগেরহাট জেলা প্রতিনিধি- মহামারী করোনার আক্রমনে সারাবিশ্ব এখন আক্রান্ত। আমাদের বাংলাদেশের অবস্থা এই মুহূর্তে খুবই ভয়াবহ। আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায়
।
এই করোনা মহামারীতে কৃষকের প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কৃষকেরা খুবই দুর্বিষহ দিনযাপন করছে । এখন বোরো মৌসুম চলছে মাঠে পাকা ধান, তার উপরে প্রকৃতির দুর্জয় দেশের কোথাও কোনো শ্রমিক পাওয়া যাচ্ছে না
।
এমত অবস্থায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নির্দেশনায় চিতলমারী উপজেলার কলেজ ছাত্রলীগের সভাপতি মো. আবু তালেব মোল্লা ও সাধারণ সম্পাদক মো. রুবেল মুন্সীর উদ্যোগে রবিবার সকাল ৮টায় এ ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করা হয়
।
এসময় শিবপুর মধ্যপাড়া গ্রামের কৃষক মিল্টন কির্ত্তুনীয়ার আড়াই বিঘা জমির জমির ধান কেটে তার বাড়ি পৌঁছে দেন ছাত্রলীগের ২৫ জন নেতাকর্মী
।
এ ব্যাপারে জমির মারিক মিল্টন কির্ত্তুনীয়া জানান, করোনা দুর্যোগের কারণে বর্তমান ধান কাটা মৌসুমে এ এলাকায় শ্রমিক সংকট প্রকট। যদিও স্থানীয় কিছু শ্রমিক পাওয়া যায় তার পারিশ্রমিক খুব বেশি। এ পরিস্থিতিতে তিনি বিষয়টি শেরে বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের অবহিত করলে তারা উদ্যোগ নিয়ে ক্ষেতের ধান কেটে দেন
।
শেরে বাংলা কলেজ ছাত্রলীগের সভাপতি মো. আবু তালেব মোল্লা জানান, বর্তমান করোনা দুর্যোগের কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ছাত্রলীগের নেতাকর্মীদের কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় তিনি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে এ ধান কাটা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেন। এবং এই উদ্যোগের ধারাবাহিকতা পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। এবং কৃষকরা যেন তাদের, ফসল ভালোভাবে ঘরে তুলতে পারে সে লক্ষ্যে কাজ করে যাবে ছাত্রলীগ।
Leave a Reply