মাহবুব আলম সেলিম, নরসিংদী জেলা প্রতিনিধিঃ আজ (২০ জুন) জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় নরসিংদী সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে করোনা ভাইরাস (COVID-19) সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন জনসাধারণের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন, রিক্সা ও ভ্যান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি, নরসিংদী জেলার সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে মান্যবর প্রধান অতিথি তাঁর বক্তব্যে করোনা প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় কর্মহীন উপকারভোগীদের মাঝে ২০ টি সেলাই মেশিন, ৩ টি রিকশা, ২ টি ভ্যানগাড়ি ও ৩০ টি ছাতা বিতরণ করা হয়। এছাড়াও ১৫০ জন স্যালুনকর্মীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply