নিউজ ডেস্কঃ কুয়েত থেকে আমাদের প্রতিনিধি মোঃ বিলাল উদ্দিন জানান, কুয়েতে শ্রমিকদের আকামা সমস্যা, শ্রমিকদের বেতন দেরীতে দেওয়া বা বেতন না দেওয়া সুপারভাইজারের ঘুষ চাওয়া, আকামার জন্য অতিরিক্ত টাকা নেওয়া সহ প্রবাসী শ্রমিকদের যে কোন বিষয়ে অভিযোগ করার জন্য কুয়েতের প্রবাসী অঞ্চল হিসাবে পরিচিত জিলিব আল সুয়েক ও ফরওয়ানীয়া এলাকায় পৃথক দুটি লেবার অভিযোগ সেন্টার খোলার ঘোষণা দিয়েছেন কুয়েতের সামাজিক বিষয়ক মন্ত্রী ও অর্থনৈতিক বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল আকিল তিনি আজ ২৭ জুন কুয়েতের নিউজ এজেন্সি (Kuna) কে এ কথা জানিয়েছেন। এ ঘোষণায় প্রবাসী শ্রমিকদের মাঝে বেশ আনন্দের সুবাতাস লক্ষ্য করা গেছে।
Leave a Reply