এ এস এ সোহাগ,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড আরামবাগ এলাকায় “আরামবাগ হৃদয়ে আমরা” ক্লাবের উদ্যোগে আয়োজিত “ভাই ব্রাদার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০” এর শুভ উদ্বোধন অনুষ্ঠান কোরআন তেলাওয়াত ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭ নভেম্বর ২০২০) শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ড আরামবাগ কাঠ ফাঁড়া মিলের পাশে এ খেলা অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক লিঃ সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব মোঃ আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ অহিদুজ্জামান অহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরামবাগ উত্তরপাড়া জামে মসজিদ সেক্রেটারি মোঃ জালাল উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মোঃ আব্দুল হান্নান, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট সম্পাদক মোঃ গোলাম রশিদ,আরামবাগ মাদ্রাসা জামে মসজিদের সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য যে, “আরামবাগ হৃদয়ে আমরা” ক্লাবের উদ্যোগে আয়োজিত “ভাই ব্রাদার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০” এর উদ্বোধন ম্যাচে শাপলা দল ও গোলাপ দল প্রতিযোগিতা করেন। এছাড়াও এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলায় মোট ৮ টি দল প্রতিযোগিতা করবে।
Leave a Reply