-
- সারাদেশ
- শিবগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে কিশোর কিশোরীদের এ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত
- আপডেট টাইম : জানুয়ারি, ২৩, ২০২১, ৮:৪৪ অপরাহ্ণ
- 336 বার
নুরতাজ আলম; চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে শিশু বিবাহ প্রতিরোধে কিশোর কিশোরীদের গ্রুপ ভিত্তিক এ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার এসিডি’র এরিয়া অফিসে শিশু বিবাহ প্রতিরোধে কিশোর কিশোরীদের কমিউনিটি ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে ইউনিসেফ এর সহযোগিতায় ও এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলেপমেন্ট-এসিডি’র আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
শুরুতে প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এসিডির প্রোগ্রাম অফিসার মোঃ হুমায়ুন কবির এরপর এ্যাডভোকেসি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক নুরতাজ আলম।
এছাড়া সভায় এ্যাভোকেসি এবং লবিং এর পার্থক্য, এডভোকেসিতে বার্তার ব্যবহার করে কিভাবে শিশু বিবাহ বন্ধে তা কাজে লাগানো যায় এবং ইস্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং কিশোর কিশোরীদের দিয়ে শিশু বিবাহ প্রতিরোধমূলক কিছু বার্তা তৈরী এবং কিছু সচেতনতামূলক পোস্টার তৈরী করা হয়।
এই এ্যাভোকেসী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ২৫ জন কিশোর কিশোরী। তিন ব্যাচে বিনোদপুর ইউনিয়নের ৭৫ জন কিশোর কিশোরীদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।
এ ক্যাটাগরীর আরো সংবাদ
Leave a Reply