লাল পেড়ে সাদা শাড়ী আর খোঁপায় গুজে রজনী গন্ধা
বক্ষে আঁচল টেনে আমি তোমারই স্নিগ্ধা
সবাকার চেয়ে সুন্দরী বিম্ববতী নই, তবু তোমারই প্রেয়সী
সৃষ্টির সেরা স্বর্গের অপ্সরী নই,তবু তোমারই শ্রেয়সী।
প্রেমবীণায় সুর তুলে গাইবো ভালোবাসার গান
তোমার নিশ্চুপ উষ্ণতায় খুঁজি ফিরি পলিমাটওর ঘ্রান।
হরিণী চাহনি আর ইসারায় নিবিড় বোঝাপড়া
আজ হবে এই সব,গদ্য, কবিতা
ভালোবেসে যদি পাথরে ফুল ফোটানো যায়,,,,,,
তবে আজ পাথর ভেঙে নামবে ভালোবাসার বৃষ্টি।
আষাঢ়, শ্রাবন গেছে চলে তবু শ্রাবণ নামে,,,,,,,,,
বৃষ্টি ঝরে শরীর বেয়ে।
রায় কৃষ্ঞ লীলা ভাসবে আজ প্রেম যমুনায়
নীল রং এর বিষণ্নতা কিংবা লোনাজলের আঘাত ভুলে
হিমালয় ভেঙে ভাসবো সুখের বন্যায়
কল্পলোকে চড়ব পানসি নৌকায়
যেন এক অপরুপ সুখ সৃষ্টি
আসবে হঠাৎ ভালোবাসার বৃষ্টি।
Leave a Reply