-
- সারাদেশ
- শিবগঞ্জে যথাযথ মর্যাদায় শেখ রাসেলের জন্মদিন পালন
- আপডেট টাইম : অক্টোবর, ১৮, ২০২১, ১১:২৯ অপরাহ্ণ
- 49 বার
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ ১৮অক্টোবর (সোমবার) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়
শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের যৌথ আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, দোয়া, মিলাদ মাহফিল, কেক কাটা, আলোচনা সভায় ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপ-প্রকল্প পরিচালক কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি, প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ (শিমুল) এমপি,
বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মৎস্য অফিসার,উপজেলা কৃষি অফিসার ও উপস্থাপনায় ছিলেন কেইস ম্যানেজার ফারুক হোসেন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অতিথিগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার ও শেখ রাসেলের জন্য দোয়া করেন।
পরিশেষে অনুষ্ঠানকে বেগবান করে তোলার জন্য টিকিট ড্রয়ের ব্যবস্থা করা হয় এবং সংস্কৃতি অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়
এ ক্যাটাগরীর আরো সংবাদ
Leave a Reply