যতই ঘনিয়ে আসছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ততোই জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধিন শাহবাজপুর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে পাঁচশত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেন। নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় ইউনিয়নের প্রত্যেকটি এলাকায় সুধীজনদের কুশল বিনিময় ও দোয়া চান বিগতদিনের সফল চেয়ারম্যান তোজাম্মেল হক। মাঠ পর্যায়ে গিয়ে দেখা যায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এই চেয়ারম্যান। দলমত নির্বিশেষে সুধী সমাবেশে সমর্থন নিয়ে ঢল নামে সর্ব শ্রেণী ও পেশার মানুষের । এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক বলেন , আপনাদের ভোটে আমি গত নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলাম, প্রচারণার শুরুতে আমি কখনোই ভাবিনি যে, আমার ইউনিয়নের মানুষ আমাকে এতটা ভালবাসে। মানুষের ভালবাসা আমার সাথে আছে আমিও মানুষের সেবায় নিজেকে রাখতে চাই। আল্লাহপাক চাইলে এবারও আমি নির্বাচিত হবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের দোয়াও সার্বিক সহযোগীতা কামনা করছি ।
Leave a Reply