চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে
রবিবার (২৬ ডিসেম্বর) শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ করতে ইতিমধ্যেই প্রশাসনের সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুরে ব্যালট ছাড়া সকল নির্বাচনী সামগ্রী বিতরন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮ টায় প্রত্যেক ইউনিয়নে ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে।
ভোলাহাট নির্বাচন অফিস জানায়, ৪ টি ইউনিয়নে ৩৭ টি কেন্দ্রে নির্বাচনে ১৭ জন চেয়ারম্যান প্রার্থী ১শ ৬৭ জন ওয়ার্ড সদস্য এবং ৬৯ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদ্বন্দিতা করছেন।
৭৯ হাজার ৫শ ৫৪ জন ভোটার ৩৭টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ৯৭০ জন এবং মহিলা ভোটার ৪০ হাজার ৫ শ ৮৪ জন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার তাসিনুর রহমান জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে।
ভোটারদের ভোটগ্রহন নিরাপদ করতে ২টি ইউনিয়ন কে অধিক গুরুত্বপূর্ণ এবং ২১ টি কে গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে চিন্হিত করে ম্যাজিষ্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি, ব্যাবের টিম, প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ এবং ১৭ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
Leave a Reply