আজ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ -দৈনিক বাংলার নিউজ

শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ শিবগঞ্জে এল জি ই ডির অধীনস্ত রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ  উঠেছে। বৃহস্পতিবার  দুপুরে সরজমিনে দেখা গেছে শিবগঞ্জ  উপজেলার চককীর্তি ইউনিয়নের চাতরা নতুন বাজার হতে  চককীর্তি ইউনিয়ন  পরিষদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটারে  রাস্তা সংস্কারে  রাস্তা পরিস্কার না করেই দেয়া হচ্ছে পিচ। রাস্তায় আগে যে সমস্ত খুয়া দেয়া হয়েছে তা এক নম্বর ইটের নয়। পিচ দেয়ার আগে রাস্তায়  এক জাতীয় তেল দেয়া হয়,তার কোন নমুনা দেখা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক  এলাকার কয়েকজন জানান,এ রাস্তা সংকারে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি হয়েছে। এক নম্বর ইটের খুয়ার পরিবর্তে দুই/তিন নম্বর ইটের খুয়া দেয়া হয়েছে। বালুর পরিমান বেশী দেয়া হয়েছে।তাও আবার ভাল নয়।বর্তমানে পিচ দেয়ার সময় ব্যাপক অনিয়ম করা হচ্ছ। এলাকার পক্ষ থেকে  বার বার অনুরোধ করেও কোন লাভ  হচ্ছেনা। এ ব্যাপারে রাস্তার কাজের  তত্ত্বাবধায়ক(ম্যানেজার,) কনক বলেন  ,কতটুকু রাস্তা,কত টাকা বরাদ্দ, তা আমার জানা নেই।আমি শুধু দেখাশুনার কাজ করি। এমনকি মালিকের ফোন নম্বরটা দিতে অপারগতা প্রকাশ করেন। এদিকে  ঠিকাদার উপস্থিত  থাকলেও সাংবাদিক দেখা মাত্র গা ঢাকা দেন।তবে ফোন নম্বর সংগ্রহ  করে ঠিকাদার স্বপনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,এ সময় কোন তথ্য দিতে পারবো না।অন্য কোন কথা বা আবদার থাকলে বলেন। তবে সংশ্লিষ্ট  অফিস  জানিয়েছেন চাতরা নতুন বাজার হতে চককীর্তি ইউনিয়ন  পরিষদ পর্যন্ত ২হাজার ৮৪৫মিটার রাস্তা সংস্কারের জন্য প্রায় ১কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ রয়েছে। যার মূল ঠিকাদার ছিলেন আবুল হোসেন।ঠিকাদার স্বপন তার নিকট হতে নিয়েছেন।এ ব্যাপারে শিবগঞ্জ  উপজেলা  প্রকৌশলী  হারুন অর রশিদ জানান,আমার জানা মতে নিয়ম অনুসারে সঠিক ভাবেই  রাস্তা সংস্কারের  কাজ চলছে। তারপরও আমি সরজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com