আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে আনসার ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত-দৈনিক বাংলার নিউজ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন নিরাপত্তায়, সর্বত্র আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) র‍্যালী ও সমাবেশ-২২ অনুষ্ঠিত হয়েছে।

১২ মে (বৃহস্পতিবার) সকালে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) আয়োজনে উপজেলা অডিটোরিয়াম রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার ঘোষের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফা সুলতানা।

প্রধান অতিথি ছিলেন আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম, বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, আনসার ভিডিপি ব্রাঞ্চ কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা প্রশিক্ষক শহিদুল ইসলাম প্রমথ।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ স্বাধীন করার পিছনে বিশেষ ভূমিকা রেখেছে। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়ে আনসার, আনসার ব্যাটালিয়ান, বিডিপি বাহিনী তিনটি গঠিত। তিনি আরো বলেন, আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের বিভিন্ন ক্লান্তিলগ্নে সাধারন মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকেন। কোভিট-১৯ করোনা সময় আমাদের বাহিনী সারা বাংলাদেশে মানুষের মাঝে খাবার পৌঁছে দিয়েছেন, কোভিটের সময় করোনায় মৃত্যুবরণ করেছে। ছেলে তার বাবার লাশের কাছে যায়নি সেই সময় আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী অন্যন্যা ভূমিকা রেখেছেন।

সমাবেশ শেষে ভালো কাজের কৃতিত্বের জন্য ১৫ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বিশেষ সম্মান সূচক পুরস্কার প্রদান করা হয়।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com