আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার নিউজ

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন স্থানে মোট ৩৮ টি মন্দিরে এবারের দূর্গাপূজা অনুষ্ঠিত হবে প্রতিমা তৈরিতে কারিগররা অক্লান্ত প্ররিশ্রম করে ব্যস্ত সময় করছেন। মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মন্দির কমিটির সাথে প্রস্তুতিমূলক সভা করেছেন উপজেলা প্রশাসন।

আক্কেলপুর পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, এই উপজেলায় দূর্গা পূজা হবে ৩৮ টি মন্দিরে। এর মধ্যে আক্কেলপুর পৌর এলাকায় ৮ টি, রুকিন্দীপুর ইউনিয়নে ৭ টি , সোনামুখী ইউনিয়নে ৩ টি মন্দিরে, গোপিনাথপুর ইউনিয়নে ১০ টি, রায়কালী ইউনিয়নে ৭টি ও তিলকপুর ইউনিয়নের ৩টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রায় প্রতিটি মন্দিরের প্রতিমা বানানোর কাজ প্রায় শেষ হলেও কারিগররা ব্যস্ত সময় পার করছেন তাদের হাতের ছোঁয়ায় সর্বোচ্চ সৌন্দর্য প্রকাশ করতে আবার অনেক মন্দিরে চলছে প্রতিমা শুকানোর কাজ।

এবছর দেবী দূর্গা আসবেন গজে ও গমন করবেন নৌকাতে। আসন্ন শারদীয় দূর্গাপূজাকে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে মন্দির কমিটির সাথে বুধবার (২১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের কনফারেন্স রুমে নির্বাহী অফিসার এস.এম হাবিবুর হাসানের সভাপতিত্বে,উপজেলার মন্দির কমিটির সভাপতি, সাঃ-সম্পাদকদের সাথে সার্বিক বিষয় নিয়ে এক প্রস্তুতিমূলক সভায় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী,আক্কেলপুর পৌরসভার মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক,আক্কেলপুর দূর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড.রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা,প্যানেল মেয়র ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক,আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান,সহ-সভাপতি উত্তম কুমার বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

আক্কেলপুর দূর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড.রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা জানান, ইতোমধ্যেই এবারের শারদীয় দূর্গোৎসব উৎসব মুখর পরিবেশে উদযাপনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। কোন প্রকার অপ্রিতীকর ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে নিরাপত্তাও জোরদার থাকবে। সকলের অংশগ্রহণে এবারের পূজা স্বতর্স্ফূত ভাবে উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে।’

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আসন্ন শারদীয় দূর্গা পূজায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করণে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে’।

এবিষয়ে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার জানান,আসন্ন শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে আক্কেলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। এমনকি সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসন সদা সর্বদা তৎপর থাকবে’। নির্বাহী অফিসার আরো জানান, কেউ কোন বিশৃঙ্খলা করলে বা করার চেষ্টা করলে সে যেই হোক কাওকে ছাড় দেয়া হবেনা বলেও তিনি জানান।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com