আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে গ্রাম পুলিষের মাঝে পোষক বিতরণ-দৈনিক বাংলার নিউজ

চাঁপাইনবাবগঞ্জ প ্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউপি’র গ্রামপুলিশদের মাঝে পোষক ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তনে পোষক ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা মোঃ আব্দুর বারিসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারিগণ।
পোষাক সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত বলেন, গ্রামপুলিশ একদম তৃণমূল পর্যায়ে কাজ করে। তাদের দায়িত্ব গ্রামের কোথায় কি ঘটছে এবং সমাজে কে কোথায় এবং কিভাবে মাদক ক্রয়-বিক্রয়, সেবনকারীদের চিহ্নত করে তাদের নামের তালিকা করে প্রশাসনের কাছে পৌঁছে দেয়া। তাই গ্রামপুলিশ আরো কঠোর এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সমাজে কোন প্রকার মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করতে দেয়া যাবে না। যুব সমাজ রক্ষার্থে কঠোর ভূমিকা পালন করতে হবে।
পোষক সামগ্রীর মধ্যে রয়েছে, এক সেট শার্ট-প্যান্ট, বুট-জুতা, লাঠি, ছাতা। যা গ্রামপুলিশদের প্রতি বছর দেয়া হয়।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ