আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের দুটি পৃথক মাদক বিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার-দৈনিক বাংলার নিউজ

 

ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ

মঙ্গলবার (১৫ নভেম্বর) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব-৫ এর মাদক বিরোধী অভিযানে ১০ জন মাদক সেবীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতা হলেন ১। মোঃ আলিম আলী (২৭), পিতা-মোঃ একরাম হক, মাতা মোছাঃ রুমালী বেগম, সাংচক আলমপুর, ২। মোঃ দেলোয়ার হোসেন (২৩), পিতা-মোঃ দুলাল উদ্দিন, মাতা মোছাঃ শেফালী বেগম, সাং-নয়াগোলা ঘাটপাড়া, ৩। মোঃ মাসুম হোসেন (২৫), পিতা-মৃত মোয়াজ্জেম হোসেন, মাতা-মোছাঃ রুবিয়া বেগম, সাং-কৃষ্ণগোবিন্দপুর (মান্না পাড়া), মোঃ বাবলু (৫০), পিতা-মৃত বাহারউল্লাহ, মাতা-মোছাঃ সাইমুন বেগম, সাং- বালিয়াডাংগা (ফিল্ডের পূর্ব পাশের্^), ৫ঃ মোঃ আবুল বাশার (৫২), পিতা-মৃত আলহাজ মকবুল হোসেন, মাতা মোছাঃ শওকতআরা বেগম, সাং-রাজারামপুর তাবারকপাড়া, ৬। মোঃ দ্বীন ইসলাম আবু (৫২), পিতা-মৃত ইব্রাহিম বিশ্বাস, মাতা-মৃত মেহেরুন নেছা, সাং-নামোশংকরবাটি মাওরিপাড়া, ৭। মোঃ জাহাঙ্গীর আলম (৪০), পিতা-মৃত গোলাম মর্তুজা, মাতা-মোছাঃ রেফালী বেগম, সাং রামচন্দ্রপুর বেহারা পাড়া, ৮। মোঃ হোসেন (৩০), পিতা-মৃত তসলিম উদ্দিন, মাতা-মোছাঃ সজ্জমা খাতুন, সাং-রেলবাগান, ৯। মোঃ মিজানুর রহমান (২৮), পিতা-মোঃ তাজিমুল হক, মাতা- মোছাঃ সুফিয়া বেগম, সাং-হুজরাপুর খালঘাট, ১০। মোঃ টুটুল (৪০), পিতা-মোঃ নাসির উদ্দিন, মাতা-মৃত তাহলিমা বেগম, সাং-মসজিদপড়া, সর্ব থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর,

রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ নভেম্বর ১১.০০ ও ১২.৩০ ঘটিকায়
কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল এর গণ শৌচাগারের উত্তর পাশের ও সদর থানাধীন হরিপুর বীর মুক্তিযোদ্ধা নায়েক নবীর উদ্দিন এর কবর সংলগ্ন উপশহরের মাঝ বরাবর রাস্তার পাশের অভিযান চালিয়ে উক্ত আসামীগণকে গ্রেফতার করেন।

এই সময় তাদের কাছ থেকে গাঁজা-২ গ্রাম, (খ) গ্যাস লাইটার-২ টি, কাগজের পাইপ-১ টি জব্দ করেন।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে তারা মাদক সেবন করেছে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচরণ করে অপরাধ করেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে।

মাদক সেবনরত অবস্থায় মাদকসেবীদের আটক করেঃ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাপত্র অনুযায়ী আসামীগণ মাদকাসক্ত হিসাবে প্রাথমিকভাবে জানা যায়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা করেছেন।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ