মোঃ সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে ২৫শে নভেম্বর’২২ বাদ মাগরিব পুকুরিয়া প্রতিবন্ধী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কানসাট ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি মোঃ বেনাউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা পঙ্গু হাসপাতালের সাবেক ডেপুটি ডিরেক্টর ডাঃ তড়িৎ কুমার সাহা, প্রফেসর মামুন অর রশীদ , অধ্যক্ষ আঃ রাকিব, ইউপি সদস্য মোঃ ইমরান আলী, কুনাল মুখার্জি, একেএম আলী হায়দার সেলিম, মোঃ সাদেক আলী প্রমুখ।
আলোচনা সভায় প্রতিবন্ধী সংগঠনের উন্নতিকল্পে দিক নির্দেশনা মুলক বিশদ আলোচনা তুলে ধরা হয়। এ সময় বক্তারা বলেন, সংগঠনের লক্ষমাত্রা অর্জনে সততার সাথে কাজ করার আহ্বান করা হয়। প্রতিবন্ধী সমাজের বোঝা নয়। তাঁদের মনোবল চাঁঙ্গা রেখে কাজ করে যেতে এগিয়ে যেতে হবে। প্রতিবন্ধী সংগঠনের প্রতিটি সদস্যকে কর্মমূখী করে গড়ে তোলার কর্মমুখী পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে জোর আহ্বান জানান হয়। সয়কারী প্রতিবন্ধী ভাতার অনুদানে কারো সংসার চলবে না। কাজেই সবাইকে কর্মমুখী করে গড়ে তোলার মাধ্যমে স্বাবলম্বী হতে হবে বলে আলোচনা সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সকলের মঙ্গল ও উত্তরোত্তর উন্নতি কামনা করে সভাপতি আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply