দেলোয়ার হোছাইন, মহেশখালী (কক্সবাজার)
প্রতিনিধি :
মহেশখালীতে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছে মহেশখালী থানা পুলিশ। সাধারণ মানুষের মাঝে সচেতনার পাশাপাশি বেশকিছু পদক্ষেপও নিয়েছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর।
শনিবার (২৮ মার্চ) মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর এর নির্দেশে থানা পুলিশের বেশ কয়েকটি ইউনিট উপজেলার বেশ কিছু বাজারে বিভিন্ন ওষুধ,নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দোকান ও মুদির দোকানে কেনাকাটা করার সময় ‘নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে’ দোকানের সামনে সাদা রং দিয়ে গোলচিহ্ন দেয়া হয়েছে।
অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন,করোনা ভাইরাসের এই দুঃসময়ে সংক্রমণ ঠেকাতে মহেশখালী থানার উদ্যোগে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।
জনস্বার্থে সকল ব্যবসায়ী ও সংস্থাকে একই রকম ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন মহেশখালী
থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর।
Leave a Reply