র কাজের আওতায় কার্পেটিং করা হয়। তিন সপ্তাহ অতিবাহিত হওয়ার পর পরই দুর্বল কাজ করায় কার্পেটিং উঠে যাচ্ছে।টান সিদলা গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান ঠিকাদার দুই নাম্বারি কাজ করার ফলে কিছুদিন পূর্বে কার্পেটিং করা রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়েছে সরকারের এলজিইডি দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। টান সিদলা গ্রামের জনাব আলীর ছেলে রমিজ উদ্দিন জানান রাস্তায় কার্পেটিং এর কাজ খুবই দুর্বল করেছে। একই গ্রামের খোরশেদ আলীর ছেলে শাহীন মিয়া জানান রাস্তাটির সংস্কার কাজের ঠিকাদার অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে রাস্তা সংস্কারে কার্পেটিং এর নামে অনিয়ম করেছে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান নাহিদ এন্টারপ্রাইজের কর্ণধার সাজ্জাদ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি।সাংবাদিক টিম রাস্তাটি পরিদর্শনে যাওয়াকে কেন্দ্র করে ঠিকাদারী প্রতিষ্ঠান নাহিদ এন্টারপ্রাইজের সহকারি সফিউদ্দিন সরকার বাচ্চু কিশোরগঞ্জ জেলা মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটির (মাপসাস) এর সাধারণ সম্পাদক,দৈনিক জনতার শক্তি ডটকম পত্রিকার সম্পাদক ও জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার হোসেনপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক এস কে শাহিন নবাব কে হুমকি প্রদর্শন করে বলে এ রাস্তার ব্যাপারে নিউজ প্রকাশ করিলে দেখে নিব। হোসেনপুর উপজেলা (এলজিইডি) প্রকৌশলী এ জেড এম রকিবউদ্দিন জানান সিদলার রাস্তাটি সংস্কারে কার্পেটিং উঠে যাচ্ছে আমি অবগত হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল দেয় স্থগিত করা হয়েছে। জেলা এলজিইডি অফিসে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে ল্যাব টেস্ট এর মাধ্যমে পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান রাস্তাটির সংস্কার কাজের ৫ ই মে ২০২০ পর্যন্ত সময় নির্ধারিত ছিল করোনা পরিস্থিতিতে সময় বৃদ্ধি করা হয়েছে ও ৭৮ লক্ষ ৫৭ হাজার টাকা ব্যয়ে হবে রাস্তাটির সংস্কার কাজে।
Leave a Reply