গ্রীষ্মের প্রচন্ড খড়ায় পালকের ঝাপটা মেলে
গাঙ্গচিল উড়ে যায় আপন ও নীড়ে
আমি পথে থাকি ঘাসফুল হয়ে,
কদম ফোঁটা বর্ষা কালে আমার আকাশ বৃষ্টিহীন
রোদ, বৃষ্টি, ঝড়ে মেরুদন্ড বেঁকে যায়।
সংগ্রামী মন আবার উঠে দাড়াবার চেষ্টায়,
শরতের আকাশ শুভ্রতায় ভরে থাকে
মনে অনেক স্বপ্ন আসে হয়তো,মেঘের ভেলায়
ভেসে যাবে করুন সুর।
হেমন্ত এলে মনে হয় নবান্নের আনন্দে সুখি হবে সংসার
আর শীতের কথা কি বলি, একদম কোনঠাসা হয়ে এক কোনে,
ঋতুরাজ বসন্ত এলে স্বপ্ন বুনি ভালোবাসার।
প্রকৃতি রাজ্যে শুধু স্বপ্ন দেখি বারবার
ঘাসফুলের আবার স্বপ্ন কি? নেই মোহতা তুচ্ছ বারোমাসে,
গ্রীষ্ম,বর্ষা, শরত,হেমন্ত,শীত, বসন্ত পেরিয়ে
আবারো নতুন ভোর।
নতুন সূর্যদয় তবু ঘাসফুলে থাকে শুধুই স্মৃতির রোদ্দুর।
Leave a Reply