চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ হলরুমে শিশুবিবাহ প্রতিরোধে কিশোর কিশোরীদের করর্ণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। বৃহম্পতিবার সকালে শিশু বিবাহ বন্ধে কিশোর কিশোরীদের কম্যুনিটি ক্যাম্পেইন বাস্তবায়ন শীর্ষক এই সভা ইউনিসেফ এর অর্থায়নে এবং এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর বাস্তবায়নে আয়োাজন করা হয়। সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রোগ্র্রাম অফিসার মোঃ হুমায়ুন কবির। উক্ত আলোচনা সভায় শিশু বিবাহ, শিশু বিবাহের কারণ, কুফল ও শাস্তি। প্রজনন স্বাস্থ্য অধিকার, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ সম্পর্কে ও কিশোর কিশোরীদের শিশু বিবাহ প্রতিরোধে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে বাস্তব সম্মত কর্মপরিকল্পনা তৈরী সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারী কিশোর কিশোরীরা শিশুবিবাহ বন্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। উক্ত সভায় উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কিশোর কিশোরী ফোরামের সদস্যবৃন্দ।
Leave a Reply