শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশু বিবাহ প্রতিরোধে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে শিশু বিবাহ বন্ধে শিক্ষকদের ভুমিকা শীর্ষক সভা ইউনিসেফ এর অর্থায়নে এবং এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর বাস্তবায়নে আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও রানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, সভা পরিচালনা করেন এবং মতবিনিময় সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এসিডির প্রোগ্রাম অফিসার মোঃ হুমায়ুন কবির। আলোচনায় বক্তারা জানান ” আমরা শ্রেণিকক্ষে অভিভাবক সমাবেশ এবং যেখানে এই বিষয়ে জানালে শিশু বিবাহ প্রতিরোধে হবে বিশেষ ভাবে কাজে আসবে সেখানেই শিশু বিবাহের কুফল সম্পর্কে গুরুত্বের সাথে জানাতে হবে। শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সিরাজ উদ্দোলা বলেন আমাদের শিক্ষার্থীদের ভাল মন্দ বিষয়ে জানানো আমাদেরই দায়িত্ব। আমরা প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুবিবাহের কুফল, বাল্যবিবাহ আইন এবং শিশু বিবাহের ফলে শারিরীক এবং মানসিক স্বাস্থ্যেও ঝুকি সম্পর্কে বিস্তারিত জানাবো। সাংবাদিক ও প্রভাষক নুরতাজ আলম বলেন যে, শিশুবিবাহ আগের চেয়ে অনেক কমে গেছে, আমরা আশা করছি সকলে মিলে যদি শিশুবিবাহ প্রতিরোধ করার চেষ্টা করি তাহলে শিশু বিবাহ প্রতিরোধ করার সম্ভব হবে। হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন যেহেতু শিক্ষকরা সমাজে এক বিশেষ গুরুত্ব এবং গ্রহণ যোগ্যতা আছে, তাই শিক্ষকরা কোন বার্তা দিলে তার গুরুত্ব বেশি হয়ে থাকে। তাই সমাজের শিক্ষকগণ যদি দায়িত্ব নিয়ে শিশুবিবাহের কুফল এবং সচেতনতামূলক বার্তা প্রদান করেন তাহলে সকলে নিকটে গ্রহণযোগ্যতা পায় এবং শিশু বিবাহ প্রতিরোধে বিশেষ ভুমিকা রাখতে পারে। এছাড়া ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসিডির দিলারা খাতুন ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য
Leave a Reply