-
- জাতীয়
- গৌড় শিবগঞ্জ” (ম্যাংগো সিটি )পরিবারের পক্ষে কার্তিক প্রামানিককে সম্মাননা প্রদান।
- আপডেট টাইম : সেপ্টেম্বর, ২২, ২০২১, ৯:৪২ পূর্বাহ্ণ
- 368 বার
নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুটাপাড়া গ্রামের সাদামনের আলোকিত মানুষ, জীবন্ত কিংবদন্তি-বৃক্ষপ্রেমী কার্তিক প্রামানিকের সাথে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান”গৌড় শিবগঞ্জ” (ম্যাংগো সিটি) পরিবারের পক্ষে সৌজন্য সাক্ষাৎ ও গ্রুপের পক্ষ থেকে সম্মাননা পদক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক মোঃ আলমগীর জয় এবং এডমিন ,মডারেটর ও ভলেন্টিয়ার সদস্য বৃন্দ। পরিশেষে গ্রুপের পক্ষ থেকে একটি বৃক্ষরোপণ করা হয়।
এসময় গ্রুপের পরিচালক বলেন সাদামনের আলোকিত মানুষ, জীবন্ত কিংবদন্তি-বৃক্ষপ্রেমী কার্তিক প্রামানিক পুরস্কৃত করার মুখ্য উদ্দেশ্য হলো আমাদের গ্রুপের সদস্যসহ মেম্বারকে অনুপ্রাণিত করা যেন সবাই বৃক্ষপ্রেমী হয়ে ওঠে। সবার মনে অনুপ্রেরণা যোগায় আর মানুষের পাশে থাকার উৎসাহ পায় তাই ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য।
এ সময় কার্তিক প্রামানিক সমাজসেবা কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন ও সংগঠনটি মঙ্গল কামনা করেন
এ ক্যাটাগরীর আরো সংবাদ
Leave a Reply