চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত খাইরুল ইসলাম (রবিবার) বিকালে ঢাকা থেকে কানসাট সোলেমান ডিগ্রী কলেজে পৌঁছালে কয়েক শত মটরসাইকেল শোভা যাত্রার মাধ্যমে নেতা কর্মীরা ফুল দিয়ে বরন করে নেয়।
তার পর কয়েক শত মটরসাইকেল সহকারে নেতা কর্মীরা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে যেয়ে শোভা যাত্রা শেষ হয়।
এ সময় নৌকা প্রতীক প্রাপ্ত মহাঃ খাইরুল ইসলাম জানান, বাংলাদেশ আওয়ামী লীগ ও দলীয় নেতা কর্মীসহ মাননীয় সংসদ সদস্য জনাব সামিল উদ্দীন আহমেদ (শিমুল) এমপি আমাকে মনোনয়ন দিয়েছে আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে জনগণের ভোটে জয়ী হয়ে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।
জনগণের ভোটে চেয়ারম্যান হতে পারলে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ইউনিয়ন পরিষদ পরিচালনা করবো, পরিবর্তনের অঙ্গিকার নিয়ে উন্নয়নের মাধ্যমে বিনোদপুর ইউনিয়ন পরিষদকে সুন্দর দৃষ্টিনন্দন একটি মডেল ইউনিয়ন পরিষদে রুপান্তর করা।
আমি চাই সুখে দুঃখে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে। আর জনগণের আস্থার প্রতীক হিসাবে কাজ করে যাব আজীবন পর্যন্ত।
Leave a Reply