আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

জয়পুুরহাটে প্রায় ৬০ হাজার পরিবার পাবে টিসিবি’র পণ্য-দৈনিক বাংলার নিউজ

 

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে জয়পুরহাটে প্রায় ৫৯ হাজার ৪৬৮ নিন্ম আয়ের কার্ডধারী পরিবারকে সরকারের ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করা হবে। শনিবার (১৯ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক শরীফুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক শরীফুল ইসলাম সাংবাদিকদের জানান, ২০ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে জেলার ৫ টি উপজেলায় ১০ টি ডিলারের মাধ্যমে নিন্ম আয়ের কার্ডধারী পরিবারকে টিসিবির পণ্য দেয়া হবে। পর্যায়ক্রমে বাঁকিদেরকেও দেয়া হবে বলে জানান তিনি।

এসময় টিসিবির চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা, সয়াবিন তেল লিটার প্রতি ১১০ টাকা ও ছোলা কেজি প্রতি ৫০ টাকা করে বিক্রি করা হবে বলেও জানানো হয়।

নির্ধারিত সময়ের মর্ধে কার্ডধারীরা না আসলে উপস্থিত জনগণের কাছে তা বিক্রি করে দিয়ে আসা হবে বলেও জানান জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম।

১৯-০৩-২০২২-ইং
নিরেন দাস,জয়পুরহাট
মোবাঃ- ০১৯১৭-২১১১১২

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ