আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ঢাকাস্থ শিবগঞ্জ  উপজলা ছাত্র কল্যান সমিতির কমিটি গঠন-দৈনিক বাংলার নিউজ

শিবগঞ্জ(চঁাপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার  ছাত্রকল্যান সমিতির এক বছর( ২০২২) মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠিত হয়ছ।কমিটিত সর্ব সম্মতিক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়র রাষ্ট্রবিজ্ঞানর শিক্ষার্থী অলিউল ইসলামম সভাপতি জগনাথ বিশ্ববিদ্যালয়র ইতিহাস বিভাগর শিক্ষার্থী ইকবাল হাসানক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়র রসায়ন বিভাগর শিক্ষার্থী শামসুল হক ড্যানিক সাংগঠনিক সম্পাদক হিসাব ঘাঘণা করা হয়ছ।গত শুক্রবার বিকাল ঢাকার নারায়নগঞ্জর সূবর্ণগ্রাম অ্যামিউজমট পার্ক অ্যান্ড রিসার্ট বার্ষিক বনভাজন ও নবীন বরণ শষ ছাত্রকল্যান সংগঠনটির উপদষ্টা ঢাকা মট্রাপলিটন পুলিশর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহা: তহিদুল ইসলাম উপস্িিতিত কমিটির আংশিক পদর নাম ঘাষণা করন এবং বাকী পদগুলা পর ঘাষনা করা হব। এ সময় আরা উপস্তি ছিলন বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা, সাবক সাধারণ সম্পাদক ও ঢাকা বারডম কলজর শিক্ষার্থী নাফিউল ইসলাম, সদ্য বিদায়ী সভপতি ও জগনাথ বিশ্ববিদ্যালয়র রাষ্ট্রবিজ্ঞানর শিক্ষার্থী শামীম রজা ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়র যাগাযাগ বকল্য বিভাগর শিক্ষার্থী মাজাম্মল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ