শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে “এ্যাহেড ফাউন্ডেশন” কর্তৃক আয়োজিত এ্যাহেড নূরানী মহিলা হাফিজিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
শনিবার ২৬’শে মার্চ সকাল ১০ ঘটিকায় “এ্যাহেড ফাউন্ডেশন” কর্তৃক আয়োজিত এ্যাহেড নূরানী মহিলা হাফিজিয়া মাদ্রাসায় স্বাধীনতা দিবস ও এক অভিভাবক সমাবেশ উক্ত মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। এসময় এ্যাহেড ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা জনাব আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মোঃ দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল বাসির সাবেক ভিপি ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া ও সাবেক সভাপতি বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়া।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জালাল উদ্দিন সিনিয়র সহ-সভাপতি শিবগঞ্জ প্রেসক্লাব। মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম সেলিমাবাদ খানপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তৈমূর রহমান, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী জনাব আকবর আলি এবং মমিনুল ইসলাম।
হাফিজিয়া মাদ্রাসা ছাত্রীদের কুরআন তেলওয়াত বাংলা ও ইংরেজিত অনুবাদের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মেহমান ও অভিভাবকগণ মাদ্রাসার পড়ালেখায় এবং পরিবেশে অত্যন্ত সন্তুষ্ট প্রকাশ করেন এবং মাদ্রাসার উন্নয়নে সার্বিক সহযোগিতার ঘোষণা দেন। পরিশেষে সভার সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply