আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

র‍্যাবের অভিযানে ৪ টি বেকারি মালিককে জরিমানা-দৈনিক বাংলার নিউজ

নিরেন দাস,জয়পুুরহাট জেলা,প্রতিনিধিঃ-

অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে খাবার তৈরির অভিযোগে জয়পুরহাট পৌর শহরের ৪ টি বেকারিতে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(২৯ শে মার্চ) জয়পুরহাট পৌর শহরের শান্তি নগর এলাকায় সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব ৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা ও জাতীয় ভোক্তা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী নেতৃত্বে অভিযান চালিয়ে ৪ টি বেকারি মালিক কে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী জানান, এই ৪ টি বেকারি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুটসহ অন্যান্য পণ্যসামগ্রী উৎপাদন করার অপরাধে চার বেকারির মালিককে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেই সঙ্গে মালিককে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করলে বেকারির দোকানগুলো সিলগালা করা হবে।

র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান,দীর্ঘ দিন ধরে পৌর শহরের শান্তি নগর এলাকায় ৪ টি বেকারির মালিকরা অস্বাস্থ্য ও নোংড়া পরিবেশে কেক বিস্কুট রুটিসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বানিয়ে জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিলো তারা।

২৯-০৩-২০২২
নিরেন দাস,জয়পুুরহাট
মোবাঃ- ০১৯১৭-২১১১১২

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ