মোঃতাওহীদুল ইসলাম, সুবর্ণচর উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার প্রানকেন্দ্র চরবাটা খাসেরহাট বাজারে সম্মিলিত তাওহীদি জনতার উদ্যোগে চরবাটা খাসেরহাট জামে মসজিদ থেকে মাগরিবের নামাজের পর একটি মিছিল বের হয়ে বাজারের পশ্চিম গলি হয়ে পুর্ব গলির জিরো পয়েন্ট এসে সমবেত হয়।
মিছিলে মুসল্লীরা “আহলান সাহলান মাহে রমজান” মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন করতে হবে” দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন রাখতে হবে” ইত্যাদি স্লোগান দেন।
মিছিল শেষে সমবেত মুসল্লীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন চরবাটা খাসেরহাট বাজার পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মাওঃ মোঃ জামাল উদ্দিন।
তিনি বলেন মাহে রমজান আমাদের জন্য মহান রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার।আমরা মাহে রমজানের হক পুরণ করে রোজা রেখে মহান রবের নিকট্য অর্জন করবো পাশাপাশি অন্যায় অশ্লীল পাপাচার ও খোদাদ্রোহী কাজ থেকে বিরত থাকবো।
এবং কাউকে রমজানের সুষ্ট পরিবেশ বিঘ্নিত হতে দেখলে আইনের আশ্রয় নিব,
পরিশেষে উপস্হিত সকল মুসল্লীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি মাহে রমজানের স্বাগত মিছিল ও সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন
Leave a Reply