হাবিবুর রহমান জীবন ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলায় পীরগঞ্জ উপজেলায় সামন্য খড় জমিতে রাখায় আব্বাস আলী সহ তার পরিবারের সকল সদস্য কে এলোপাতাড়ি মারধর করিতে থাকে।২৬/০৩/২০২২তারিখ সকাল অনুমান ৭.৩০ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরে সোলেমান, শরিফুল,সামসুল হক,মোছাঃহামিদা,জয়গুন বেগম সহ বেআইনি জনতা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা, লোহার রড,শাবল,ধারালো ছোরা নিয়ে আব্বাস আলীর বাড়িতে অনাধিকার প্রবেশ করে।সামসুল হকের হুকুমে।উপরোক্ত নামধারী সকল ব্যক্তি আব্বাস আলীকে ঘেরে ধরে চরথাপ্পর কিল ঘুষি মারিতে থাকে।এক পর্যায়ে সোলেমান আলী আব্বাস আলী কে লোহার রড দিয়ে বাম হাতের কব্জির নিচে ডাং মারিয়া হাড় ভাংগা গুরুতর জখম করে আরো অনেকে নানারকম ক্ষতি সাধন করে এজারারে বিস্তারিত দেয়া হয়েছে
Leave a Reply