আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের সন্তান অর্ণবের চাই দর্শক ভোট,রিয়েলিটি শো ‘ব্যাংকার্স ভয়েস’-দৈনিক বাংলার নিউজ

 

বিশেষ প্রতিবেদন :

দেশের ৬৬ ব্যাংকের ব্যাংকারদের অংশগ্রহণে সংগীতবিষয়ক প্রথম রিয়েলিটি শো ‘ব্যাংকার্স ভয়েস’ এ প্রায় ৪লক্ষ ব্যাংকারদের মধ্যে প্রায় আড়াই হাজার প্রতিযোগির অডিশন রাউন্ড, মিউজিক রাউন্ড ও গ্রুমিং রাউন্ড শেষে দর্শক ভোটের রাউন্ডের টপ ৬৬ জনের মধ্যে এসে উপনীত হয়েছেন চট্টগ্রামের কৃতি সন্তান সিটি ব্যাংকের কর্মকর্তা অর্ণব বড়ুয়া।

করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে গ্রাহকদের সেবা দিয়েছেন ব্যাংকে কর্মরত সদস্যরা। করোনায় মারা গেছেন ১৫০ ব্যাংকার। সব মিলিয়ে মানসিক চাপের মধ্যে কেটেছে দুই বছর। তাঁদের মানসিক চাপমুক্তির লক্ষ্যে কিংবদন্তি মিডিয়া আয়োজন করেছে মিউজিক্যাল রিয়েলিটি শো ‘ব্যাংকার্স ভয়েস’। দেশের আটটি বিভাগে অডিশন রাউন্ডের শেষ করে সারাদেশের বাছাই করা ব্যাংকার-শিল্পীদের নিয়ে শুরু হয় মূল পর্ব।যা প্রচারিত হচ্ছে স্যাটেলাইট টেলিভিশন এসএ টিভিতে প্রতি শুক্র ও শনিবার, রাত ৯টায়। অনুষ্ঠানটির বিচারক হিসেবে আছেন। ফেরদৌস ওয়াহিদ, শাফিন আহমেদ, আঁখি আলমগীর।
মিউজিক রাউন্ডে বিচারক ছিলেন ফাতেমা তুজ জোহরা,সন্দীপন ও হুমাইরা বশির।

সেরা ২০ এ যেতে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করে ব্যাংকার অর্নব বড়ুয়া বলেন,আসলে এতটা পথ আপনাদের অনুপ্রেরণায় এগিয়ে এসেছি।আপনাদের মূল্যবান ভোটই পারবে পরবর্তী রাউন্ডে আমাকে এগিয়ে নিয়ে যেতে।আমাকে সেরা ২০ এ দেখতে চাইলে আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BV<space>ARNAB<space > CITY BANK লিখে পাঠিয়ে দিন 26969 নাম্বারে।ভোট পাঠানো যাবে ৮ এপ্রিল শুক্রবার রাত ১২ টা পর্যন্ত যতো খুশি ততোবার।

উল্লেখ্য,ব্যাংকার অর্ণব বড়ুয়া, আন্তর্জাতিক সেবা সংগঠন লিও ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫–বি৪ এর জোন ডিরেক্টর ও লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লুর সাবেক সভাপতি।এছাড়াও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ভুক্ত আবৃত্তি দল নির্মাণ আবৃত্তি অঙ্গন, স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম, সমকাল সুহৃদ সমাবেশ সহ বেশি কিছু সংগঠনের সাথে জড়িত আছেন।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ