জাকির হোসেন সনি,
গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শিরিন (১৮) নিখোঁজ হবার ৯ দিন পেরিয়ে গেলেও এখনও তার কোন খবর পাওয়া যায়নি। শিরিনের পারিবারিক সূত্র জানায়, গত ২৮ মার্চ সকালে কলেজ যাবার কথা বলে বাসা থেকে বের হয়ে আর বাড়ী ফেরেনি সে। পরদিন ২৯ মার্চ শিরিনের বড় চাচা থানায় সাধারণ ডায়েরী করেন। শিরিনের অপর চাচা আজিজুর রহমান জানায়, সবসময় আপাদমস্তক বোরকায় আবৃত শিরিনের হটাৎ নিখোঁজ হবার সংবাদে তারা মানসিক ভাবে বিধ্বস্ত। পুরো পরিবার ভেঙে পড়েছে। আমরা যতদূর জানি, শিরিন কোন মোবাইল ব্যবহার করতো না। আমরা প্রশাসনের নিকট তাকে উদ্ধার করে দিতে অনুরোধ করছি।তদন্ত কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, তদন্ত চলছে। আমরা চেস্টা করছি।
Leave a Reply