আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সাবেক ইউপি সদস্যের রোশানলে এক অসহায় পরিবার-দৈনিক বাংলার নিউজ

হাবিবুর রহমান জীবন (ঠাকুরগাঁও প্রতিনিধি)
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৬ নং পীরগঞ্জ ইউপির ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ সোলেমান আলী এর রোশানলে মোঃ আব্বাস আলী ও তার পরিবার। ঘটনার বিবরন এই যে, গত-২৬/০৩/২০২২ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় মোঃ আব্বাস আলীর সামান্য কিছু খড় সোলেমান এর ভাইয়ের জমিতে পড়িয়া থাকতে দেখে সোলেমান আলীর ভাই মোঃ শরিফুল ইসলাম মোঃ আব্বাস আলীকে উদ্দেশ্যে করে নানা রকম গালমন্দ করিতে থাকে। তখন আব্বাস আলী বাড়ী হইতে বাহির হইয়া তাহাকে গালমন্দ করিতে নিষেধ করিলে শরীফুল ইসলাম আব্বাস আলীকে ধাক্কা ধাক্কি করিতে শুরু করে। তখন আব্বাস আলী বাধা দিলে তখন সাবেক ইউপি সদস্য মোঃ সোলেমান আলী আসিয়া আব্বাস আলীর মাথার উপর আচম্কা লোহার রড দিয়া ডাং মারে। তখন আব্বাস আলী চিৎকার করিতে থাকিলে শরীফুল ইসলাম লোহার রড দিয়ে আব্বাস আলীর ডান হাতে ডাং মারিয়া হাড় ভাঙ্গা জখম করে। আব্বাস আলীর চিৎকার শুনে তাহার বড় ছেলে মোঃ বেলাল হোসেন আগাইয়া আসিলে শরীফুল ইসলাম ও তাহার দুই ছেলে সোহাগ ও পলাশ বেলালকে ঘেড়াও করে এলোপাথারী ভাবে মারপিট শুরু করে।তখন সোলেমান আলী তাহার মাথায় ডাং মারিয়া কাটা জখম করে এবং কোদাল দিয়ে তাহার পিঠের উপরে কোপ মারে। বেলাল এর চিৎকার শুনিয়া বেলাল এর মা আগাইয়া আসিলে শরীফুল ইসলাম সহ তাহার স্ত্রী ও ভাইয়ের স্ত্রী তাহাকে ধরিয়া এলোপাথারী ভাবে মারপিট করিতে থাকে। তখন পলাশ আসিয়া বেলাল হোসেন এর মায়ের মাথায় ডাং মারিয়া ছেলা ফুলা জখম করে। ঐ সময় আশ পাশের লোকজন আগাইয়া আসিয়া তাহাদের সকলে রক্ষা করে এবং পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
এই বিষয়ে আরো বর্তমান ইউপি সদস্য মোঃ করিমুল ইসলাম বলেন আব্বাস আলী আমার ভায়রা হন । মূলত ঘটনা এই যে, আব্বাস আলী আমাকে ভোট দেওয়ায় সোলেমান আলী আমার ভায়রার প্রতি দীর্ঘ দিন হইতে ক্ষিপ্ত হইয়া ছিল। সেই কারনে সোলেমান আলী আমার ভায়রার সাথে উপরোক্ত ঘটনা ঘটাইয়াছে।
এই বিষয়ে পীরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়।
এই বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন মামলা রুজু করা হইয়াছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে তৎপরতা চলিতেছে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ