আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নেএকোনায় একাএরের ঘাতক দালাল নির্মুল কমিটির আহবায়ক কমিটি গঠন-দৈনিক বাংলার নিউজ

 

নেএকোনা জেলা প্রতিনিধি মহিউদ্দিন তালুকদার
জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মের সামনে তুলে ধরা আর ঘাতক দালালদের অপ-তৎপরতা বন্ধের লক্ষ্যে নেত্রকোনায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক কমিটি গটন করা হয়।

শুক্রবার বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবু কেশব রঞ্জন সরকারকে আহবায়ক ও নেত্রকোনা সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শাহীন উদ্দিন আহমেদকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় বাবু কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে অধ্যক্ষ মোহাম্মদ তাজিম উদ্দিন ফকির ও সাংবাদিক হানিফ উল্লাহ আকাশের সঞ্চালনায় আলোচনা প্রধান অতিথি ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক কাজী মুকুল। বিশেষ অতিথি ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ মুনীর।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল মুনসুর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব আব্দুল মতিন খান,
সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী খান পন্নী, জেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক ওমর ফারুক, সাবেক যুবলীগ নেতা এস বি খান শাহিনও অন্যান্য নেতৃবৃন্দ।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com