আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে খদ্দেরসহ আটক- ৪-দৈনিক বাংলার নিউজ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল বাজারের একটি আবাসিক হোটেল থেকে ১ নারীসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো চাটখিল পৌরসভার ৩নম্বর ওয়ার্ড সুন্দরপুর কারিগর বাড়ির লাতু মিয়ার ছেলে শামসুল আলম (৫৫) পৌরসভার ৯নম্বর ওয়ার্ড পশ্চিম টগবা (হেন্জু পাটোয়ারি বাড়ি) হাসমত উল্লাহর ছেলে মোহাম্মদ জসিম (৩৫) নোয়াখলা পলোয়ান বাড়ীর মৃত মনসুর আহমদ ছেলে আব্দুর রহিম (৪৩) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোচাগড়া ভবানীপুর মোল্লাবাড়ির মফিজ মিয়া স্ত্রী শাহিনুর বেগম (৩৫)।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা শহরের আজিজ সুপার মার্কেটের ৪র্থ তলায় আবাসিক হোটেল ফারহানায় থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিয়টি নিশ্চিত করে বলেন, অসামাজিক কার্যক্রম বন্ধে হোটেল ও বোডিং গুলোতে অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ