আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

রহনপুরে গোরস্থানে মার্কেট নির্মাণ বন্ধের দাবি-দৈনিক বাংলার নিউজ

জাকির হোসেন সনি,
গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খোয়াড় মোড় কেন্দ্রীয় গোরস্থানের অভ্যন্তরে মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়রকে তা বন্ধের দাবি জানিয়ে আবেদনপত্র দিয়েছে এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষে করা আবেদনপত্র সূত্রে জানা গেছে, রহনপুর পৌর এলাকার খোয়ার মোড় জামে মসজিদ গোরস্থানটি দেখা শোনা করে থাকে। ওই মসজিদের উন্নতি কল্পে এ মার্কেট নির্মাণের উদ্যোগ বলে জানান মসজিদ কমিটির সম্পাদক জসিম উদ্দিন। এদিকে এলাকাবাসীর পক্ষে আবেদন করা মির্জা হাসনাউল হাসান জানান, গোরস্থানের সীমানা প্রাচীরের অভ্যন্তরে কবরের উপর এ মার্কেট নির্মাণের উদ্যোগ পবিত্র রামজান মাসে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল। তিনি অবিলম্বে এ মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবি জানান। এ বিষয়ে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান জানান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন জানান, এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ