আজ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নিয়ামতপুরে মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার নিউজ

স্টাফ রিপোর্টার মোঃ রুহুল আমিন শেখ
নওগাঁর নিয়ামতপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুন্জুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।
এ সময় আরও উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, মাধ্যমিক অফিসার আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলনসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসে ১৯৭১ সালে গঠিত সরকারের স্বাধীনতা যুদ্ধে ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।
এর আগে সকাল ১০ ঘটিকায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ