চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে অসহায়-দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও আটাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বেসরকারি সংস্থা আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, সমকালের সহকারী সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ, সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা আকবর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মান্নান ও সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকন এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply