শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: শিবগঞ্জের মনাকষাতে তুলার গুদামে অগ্নিকান্ডে প্রায় ২৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দাবী প্রায় সাড়ে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ২৫লাখ মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে। এঘটনায় ফায়ার সার্ভিসের একজন কর্মীকে স্থানীয় ক্ষুদ্ধ জনতা শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে জানা গেছে।
তুলার গোডাউনের মালিম আতাউর রহমানের ছেলে সুমন ও স্থানীয় জনতা জানান, সকাল ৮টার দিকে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হলে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় শিবগঞ্জ ফায়ার সার্ভিস অফিসে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের দুটি টিম সকাল ৮” ৪০ টায় ঘটনা স্থলে উপস্থিত হয়ে দুই ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। সুমন জানায় অগ্নিকান্ডে ১০লাখ টাকা মূল্যের ৯০হাজার কেজি তুলা, সাড়ে ৪লাখ টাকা মূল্যের ২টা ঝুট মেশিন(তুলা ধুনা মেশিন) ৪লাখ ৮০হাজার টাকা মূল্যের ৮০বান্ডিল টিন, ৪৫হাজার টাকা মূল্যের বিদ্যুতের মিটার, আড়াইলাখ টাকা মূল্যের ২শ গজ বিদ্যুতের তার ও প্রায় ৫০হাজার টাকা মূল্যের বাঁশ সহ আরো অনেক কিছু পুড়ে ভস্ম হয়ে গেছে । সব মিলিয়ে প্রায় ২৪লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরী হওয়ার অজুহাতে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ফায়ারসার্ভিসের মুকুল নামে এক কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তবে ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ এটি অস্বীকার করেছেন। ফায়ার সার্ভিসের টিম লিডার ও শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অফিসের অফিসার ইনচার্জ রজব আলি জানান, সংবাদ পাওয়া মাত্র দুটি টিম নিয়ে ঘটনা স্থলে এসে প্রায় ২ ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিভানো সম্ভব হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় সাড়ে ১২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ২৫লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন ঘটনাটি শুনেছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রতিবেদন পাঠালে আমি সেটিকে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠাবো । তারা এব্যাপারে প্র্েরয়াজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
Leave a Reply