স্টাফ রিপোর্টার মোঃ রুহুল আমিন শেখ
মুজিববর্ষে নওগাঁর নিয়ামতপুরে জমিসহ ঘর পেয়েছেন ৫৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার। আজ সকাল ১১ ঘটিকায় গণভবন থেকে ভার্চুয়ালী সারাদেশে একযোগে গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা পর্যায়ে গৃহ হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষে নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্জুরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান নঈম, ওবাইদুল হক, মোত্তালিব হোসেন বাবর, মামুনুর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধ ও সুবিধাভোগী পরিবারের সদস্যগণ।
আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।
Leave a Reply