নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিশাল পরিসরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল)উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মৌসুমি হক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বুলবুলি,আক্কেলপুর পৌরসভার মেয়র মো.শহীদুল আলম চৌধুরী,আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.সাইদুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা,ইউপি চেয়ারম্যানগণ,স্থানীয় সংবাদকর্মী ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দরা।
ইফতার ও দোয়া মাহফিলের প্রধান উদ্যোক্তা উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান বলেন,
পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার ৫ শতাধিক গণ্যমান্য রোজাদার ব্যক্তিবর্গদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়েজন করা হয়েছিল।
Leave a Reply