স্টাফ রিপোর্টার
নওগাঁর নিযামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আদিবাসী সমন্বয় পরিষদের উদ্যোগে ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় গৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আদিবাসী সমন্বয় পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক রনজিত মিনজির সঞ্চালনায় ও অনিল তিরকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি জনাব বিষদমুনি টপ্য।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সোনাধন টুডু,সহ সভাপতি নিহার রঞ্জন সরদার ,সাংগঠনিক সম্পাদক জনাব বরুন চন্দ্র রবিদাস,দপ্তর সম্পাদক জনাব বিপ্লব কুজুর( সাবাত), ৫ নং রসুলপুর ইউপি আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি নিমাই হাসদা ও উপজেলা এবং ইউনিয়নের অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ। আলোচনা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত করে অনিল তিরকি কে সভাপতি, সুবাস চন্দ্র সরদার কে সাধারণ সম্পাদক, এবং বিশ্বজিত কুমার মিনজি কে সাংগঠনিক সম্পাদক করে নব কমিটি ঘোষণা করা হয় এবং সংগঠনের সভাপতি পূর্নাঙ্গ কমিটি এক মাসের মধ্যে করার নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply