বিএস বিদ্যুৎ
ভ্রাম্যমাণ প্রতিনিধি
বগুড়ার রেলওয়ে বস্তিতে “এক মুঠো আহার” এর উদ্দ্যোগে অর্ধ শতাধীক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণটি অনেক সুন্দর ও সুষ্ঠ ভাবে সম্পূর্ন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন এক মুঠো আহারের পরিচালক রনি খান, আর উপস্থিত ছিলেন সাব্বির,জান্নাত সাম্মি,জিহাদ,নুর ইসলাম আর অনেকে।
এক মুঠো আহার এর পরিচালক রনি খান বলেন বাসায় একা একা সিমাই চিনি রান্না করে খেলেই ঈদ পালন করা হয়না। এখানে সুবিধা বঞ্চিতদেরও হোক রয়েছে। আমাদের প্রতিটি মানুষের উচিৎ সেই হোক পালন করা। আমাদের সমাজের ধনী লোকেরা যদি সঠিক ভাবে সুবিধা বঞ্চিতদের হোক আদায় করে, তাহলে বিভিন্ন সামাজিক সংগঠন গুলোকে এভাবে এগিয়ে আসতে হতোনা।
এবং তিনি সমাজের ধনী ব্যাক্তিদের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে এগিয়ে আসার আহব্বান করেছেন। জয় হোক মানবতার।
Leave a Reply