আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেল্পলাইনে কল করলেই মিলছে ঈদ খাদ্য সামগ্রী-দৈনিক বাংলার নিউজ

অলিউল হক ডলার, নাচোলঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেল্পলাইন নম্বরে কল করলেই মিলছে চিনি, তেলসহ ৮ধরনের প্রয়োজনীয় ঈদ খাদ্যসামগ্রী। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি (এনমাস) ২য় বারের মত এ আয়োজন নাচোল উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়নে এবং গোমস্তাপুর, নিয়ামতপুর ও ভোলাহাটে মোট ৫০০প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করে। সংগঠনের দেওয়া হেল্পলাইন নম্বরে কল করলেই বাড়ির সামনে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হয় সংগঠনের সদস্যরা।
সংগঠনটির সভাপতি শাকিল রেজা জানান, প্রতিবছরের ন্যায় এবারও প্রয়োজনীয় ঈদ খাদ্যসামগ্রী এনমাস হেল্পলাইনের মাধ্যমে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে বিতরণ করেছি। দ্রব্যমূল্যের উর্ধগতিতে নিম্ন মধ্যবিত্ত ও নিম্নশ্রেণীর মানুষের কাছে ঈদ পোষাক তো দূরের কথা, ঠিকমত খাবার কিনতে পারছেনা অসংখ্য পরিবার। তাদের কথা মাথায় রেখেই বিত্তবানদের কাছ থেকে প্রাপ্ত অর্থ সংগ্রহ করে অসহায় ও দুস্থদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এ খাবার পৌঁছে দিচ্ছি।অসংখ্য ফোন কল এসেছে, সবাইকে খাদ্যসামগ্রী দেওয়া কোনভাবেই সম্ভব না দেখেও ৫০০পরিবারে হাসি ফোটানোর ছোট্ট প্র‍য়াস এনমাস নিয়েছে। এর সাথে প্রতিবন্ধী ৫০জন শিশুদের হাতে নতুন পোষাক তুলে দিল সংগঠনটি। সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সাগর বলেন, সবাই নিজ নিজ জায়গা থেকে এভাবে মানুষের পাশে দাঁড়ালে সমাজে অভাবী মানুষের সংখ্যা কমে আসবে, সবাই ভাল কাজে এগিয়ে আসবে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ