”
মোহাম্মদ মাসুদ
আমরা মৃত্যুযাত্রী হই সবাই!
ভাই-বন্ধু আজ,কে কোথায়?
সবাই-তো একদিন মরেই যায়,
অনিশ্চিত মৃত্যুতে বাঁচার পথ নাই।
যেকোনো মুহূর্তেই হতে পারে মৃত্যু।
কাছেদুরে রনেবনে মহাসাগর সিন্ধু,
মৃত্যু যাত্রাকালে আসবে দলেদলে।
কবরে দিয়েই-তো ফেলে যাবে চলে।
কেউ জানে না কাঁর মৃত্যু হয় কবে?
মরেও মানুষ মরে না-রে,
বাঁচলেও আজ,কাল থাকবে না-রে,
কেউতো চিরদিন নাহি রবে
চলেই-তো যেতেই হবে সবে।
কেউ আগে কেউ পরে
কেউ যেতে চাই না ছেড়ে
দুইদিনের দুনিয়া বাঁধন ছিঁড়ে।
বিধাতার ডাকে দিতেই হয় সাড়া
মানে না কারো বাঁধা-বিঘ্নতা ইশারা।
বিদায় জানিয়ে দিতেই হয়
চিরন্তন নিয়মে চলে যেতেই হয়,
সকলেই গিয়েছে যাচ্ছে
দুনিয়া ছেড়ে যেতেই হয়
প্রিয়মুখ প্রিয়সূখ ছাড়তেই হয়।
কি লাভ মিছে অনিয়ন ছলনা করে
মোহলোভ লালসায় ধনসম্পদ গড়ে,
তোমার শেষবেলায় স্বরণীয় চীরবিদায়ে
কাঁদে যঁদি সবে তবেই তুমি বাঁচবে ভবে।
সময় থাকতে ভাব,কর কর্মসাধন
পর-উপকার মানবতা জনসেবায়
মহৎত্ব কর্মেগুনে সৌরভে মুখরিত হবে,
মরেও হাসিবে তুমি জনমনে জনরবে রবে।
Leave a Reply