আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নিয়ামতপুরে ঈদের দিন সড়ক দূর্ঘটনায় আহত ৭-দৈনিক বাংলার নিউজ

স্টাফ রিপোর্টার মোঃ রুহুল আমিন শেখ
নওগাঁর নিয়ামতপুরে আলাদা সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন ৭ জন। মঙ্গলবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের রুপনারায়নপুর মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনায় দুই মোটরসাইকেলে থাকা ৫ জনের মধ্যে থাকা ৪ জনের অবস্থা আশংকাজনক। আহতদের মধ্যে তেঘরিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে সাইফুল্লাহ খালিদ(৪৫) ও তার বড় ভাই বুলবুলের মেয়ে কাবেরী (১৮), আল হেলালের মেয়ে তহুরা (২০), সিনোড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সজীব (২০) ও সিনোড়া গ্রামের তহিদুল ইসলামের ছেলে হৃদয় (১৮)। আহত তহুরা ছাড়া সকলের অবস্থা গুরুতর আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেলে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর দুপাশ থেকে আসা দুটি মোটরসাইকেল রুপনারায়নপুর মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেলে থাকা সকল যাত্রীই আহত হয়।
অপর এক দূর্ঘটনায় বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের তেনাপীর মোড় সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আকাশ (২৮) ও রুবেল (২৩) নামের দুজন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে আশংকাজনক হওয়ায় তাদেরও রাজশাহী মেডিকেলে প্রেরন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্তব্যরত চিকিৎসক জয়ন্ত প্রামাণিক জানান, সন্ধ্যার ঘটনায় ৫ জনের মধ্যে ৪ জনের অবস্থা খুবই গুরুতর এবং বিকেলের দূর্ঘটনায় আহত দুজনের অবস্থাও গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ