আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাগমারায় প্রীতি ক্রিকেট ম্যাচে ৯৯ ব্যাচকে হারিয়ে ২০০০ ব্যাচ বিজয়ী-দৈনিক বাংলার নিউজ

উৎসব মুখর পরিবেশে ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী জেলা বাগমারা উপজেলা তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের (১৯৯৯ ব্যাচ) বনাম (২০০০) ব্যাচ এর মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মে ) সকালে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। এ প্রীতি ক্রিকেটে তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৯ ও ২০০০ ব্যাচের
কৃতকার্য শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

প্রীতি ক্রিকেট ম্যাচে দু’ব্যাচের শিক্ষাথীদের নিয়ে ২ টি টিম গঠন করে খেলার আয়োজন করা হয়।

জয়লাভ করে এসএসসি ২০০০ ব্যাচ।

দীর্ঘ দিন পরে বন্ধুরা একত্রিত হয়ে খেলায় অংশগ্রহন করে খুবই আনন্দ উপভোগ করে। আয়োজকরা এই প্রতিবেদককে জানান, এই খেলার ধারাবাহিকতা ভবিষ্যতেও থাকবে।

প্রীতি এ ক্রিকেট টূর্নামেন্ট ৩০ জন অংশগ্রহন করে। এছাড়াও দু’ব্যাচের আরও অনেক বন্ধুরা উপস্থিত ছিলো।

প্রীতি ক্রিকেট ম্যাচে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর,শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, আইনজীবী নাহিদ হাসান সুমন,প্রভাষক মাসুদ রানা, জাহিদ ইকবাল, ব্যবসায়ী সঞ্জয়, স্বপন, রশিদ, ছাত্রনেতা জাহিদুল খান শোভন, আল আমিন আলমাস, রজত দাস, মিঠন,রবিউল ইসলাম, সেলিম,যুবনেতা জাহিদ আকরাম, ফিরোজ, আসাদুল হক প্রমূখ।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com