নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মাহবুবুল আলম ( ৩৫ ) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার দুপুরে পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবুল আলম পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর মালিদহ সেকেন্দার আলীর ছেলে। আহতরা হলেন- পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামের মদুল হোসেনের ছেলে মহন হোসেন (২০),নিলত পাড়া গ্রামের জামাত আলীর ছেলে গোলজার হোসেন (৩০) মৃধনপাড়া গ্রামের এফাজ উদ্দিনের ছেলে জয়লাল হোসেন (৬০)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, একটি ট্রাক হিলি থেকে জয়পুরহাট যাচ্ছিল।জয়পুরহাট -হিলি সড়কের শিমুলতলী এলাকায় ট্রাকের সঙ্গে পাঁচবিবিমুখী অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধিন অবস্থায় মোটরসাইকেল আরোহী মাহবুবুল মারা যান। ট্রাক ও মোটরসাইকেল জব্দ আছে। ট্রাকের ড্রাইভার হেলপার পলাতক রয়েছে।
০৬-০৫-২২-ইং
নিরেন দাস,জয়পুরহাট
মোবাঃ- ০১৯১৭-২১১১১২
Leave a Reply