আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত-দেনিক বাংলার নিউজ

নওগাঁ নিয়ামতপুর প্রতিনিধি মোঃ সিদ্দিক হোসেন

নওগাঁর নিয়ামতপুরে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ দুপুর ২ টায় উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি, আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব ফরিদ আহমেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান জনাবা নাদিরা বেগম, সদর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বজলুর রহমান নঈম, ১ নং হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, ২ নং চন্দনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ৫ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন বাবর, ৬ নং পারইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব জ্ঞানদা, ৩ নং ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব উৎপল কান্ত পিন্টু সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ও ব্যাপক উন্নয়ন হচ্ছে। তাই দেশের এই উন্নয়ন যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে একত্রিত হয়ে থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ