জাকির হোসেন সনি,
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ওয়ালফেয়ার ইনস্টিটিউটের উদ্যোগে এক ইসলামী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। সোমবার সকালে রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, মেসার্স নজরুল অটো রাইস মিলের পরিচালক খাদেমুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও হিউম্যান ওয়ালফেয়ার ইনস্টিটিউটের আহ্বায়ক ড.আতিকুর রহমান। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দরিদ্র মেধাবী ৫ জন শিক্ষার্থীর মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে হামদ-নাত, ইসলামী সংগীত,ক্বিরাত ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply