শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা
শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে।বুধবার বিকালে গৌড় প্রেসক্লাবের আহ্বায়ক শামসুন্নাহার সোহনার সভাপতিত্বে নির্বাচন কমিশনার দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজমুল মামুনের উপস্থিতিতে নির্বাচনী অনুষ্ঠানে তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু হয়। নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সর্বসম্মতিক্রমে ১১সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়
কমিটিতে সময়ের কাগজের জেলা প্রতিনিধি মাইনুল ইসলাম লাল্টুকে সভাপতি, দৈনিক সমাচারের উপজেলা প্রতিনিধি শামসুন্নাহার সোহনাকে সাধারন সম্পাদক,কোষাধ্যক্ষ পদে দৈনিক নাগরিক ভাবনার উপজেলা প্রতিনিধি ফরহাদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বিশ্বমানচিত্রের উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমানকে মনোনীত হন।উল্লেখ্য যে শিবগঞ্জ উপজেলায় এবারই প্রথম একটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে মহিলা সাংবাদিক শামসুন্নাহার সোহনা মনোনীত হয়েছেন।
Leave a Reply