আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে বজ্রপাতের ঘটনায় নিহত-২ জেলা প্রশাসনের সহায়তা প্রদান-দৈনিক বাংলার নিউজ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জে ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ মে) বিকেল ৬টায় সদর উপজেলার পাকা নারায়ণপুর ইউনিয়নের ধুলাউড়ি ঘাটে ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা বাবাকে উদ্ধার করে শুক্রবার দুপুর সাড়ে ১১ টায়। স্থানীয়দের সহায়তায় বাবার মরদেহ নিজ বাড়িতে পৌঁছে দেন।

নিহতরা হলেন দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মিন্টুর ছেলে বদিউর (৪২) বদিউর এর ছেলে আওয়াল (২২)।

ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজিব প্রমথ।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মাছ ধরা অবস্থায় বজ্রপাতের কবলে পড়ে মাছ ধরা নৌকার উপর থেকে নদীতে পড়ে যান এবং ঘটনাস্থলেই বাবা ছেলে মৃত্যু ঘটে বাবার লাশ উদ্ধার হলেও ছেলের লাশ এখনো নিখোঁজ তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখনো কাজ করছেন, ঘটনাস্থল পরিদর্শন করে দুই পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com